টাকার বিনিময়ে কর্মী সমাগম
লিখেছেন লিখেছেন সমুদ্র সৈকত ১০ জানুয়ারি, ২০১৩, ০১:২৬:৪৫ দুপুর
টাকার বিনিময়ে কর্মী সমাগম
গত ৮ জানুয়ারী প্রধানমন্ত্রী নোয়াখালী সফরে এসেছেন। তিনি বিগত সরকার, এর আগের সরকার ও চলতি সরকারের করা কিছু উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। পরে আ’লীগ আয়োজিত সমাবেশে ভাষন দেন। ভাষনে রয়েছে প্রচুর প্রতিশ্রুতি ও স্বভাবসুলব জোট সরকারকে তুলোধুনা।
টিভি ও পত্রিকায় দেখলাম সমাবেশের স্থানে প্রচুর উপস্থিতি যদিও এই অঞ্চলে তাদের অবস্থান তত সুবিধার নয়। একটা উদাহারন দিলে বুঝতে পারবেন, গত জাতীয় নির্বাচনে আওয়ামি সমর্থিত পার্থী আমাদের কেন্দ্রে প্রাপ্ত ভোট সংখ্যা মাত্র ৯৬টি এবং পুরো আসনে সম্ভবত সাড়ে চার হাজার। এই অঞ্চলে বিএনপি জামাতের অবস্থা ভাল এটা সবাই জানে। তবুও এত উপস্থিতি দেখে আমি মোটেই আশ্চার্যিত হইনি কারন নতুন জয়েন করা আমার এক সহকর্মীকে ৩০০ টাকা ও একবেলা ভাল হোটেলে খাবার অপার করেছে, অবশ্য সে যায়নি। তাছাড়া আমাদের গ্রামে আমার জানামত ছাত্রলীগের কর্মী সংখ্যা মাত্র দুই কিংবা তিন জন আর যুবলীগের আছে হাতে গনা কয়েকজন কর্মী। অথচ এই দুরাবস্থা থেকেও এক বাস অন্তত ৪৫-৫০ জন সমাবেশে যোগ দেয়। সন্ধ্যা বেলা অফিস শেষ করে যখন এলাকার দোকানে চা খেতে বসি তখন সমাবেশে উপস্থিত হওয়া কিছু যুবক আলোচনা করতেছে যে কে কত টাকা পেয়েছে। তাদের আরেকটা মন্তব্য হল একদিন কাজ না করে যদি কাজের টাকা পাওয়া যায় তাহলে অসুবিধা কি!
এখন কথা হল এরা কোন দলের কর্মী এবং এ ধরনের চরিত্র সম্পন্ন কর্মী দিয়ে দলের কি লাভ। আমার জানা মত এদের বেশির ভাগ বিএনপির কর্মী (যাদেরকে বিএনপির মিছিলে দেখা যেত) ও কিছু ভাসমান লোক। এই ধরনের কর্মীরা যে দলেরই হোক দলের দুঃসময়ে এরা যে দলের জন্য কোন কাজে আসবেনা এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই কর্মী কিনে নয় কর্মী তৈরী করার দিকে আ’লীগকে মনোযোগ বাড়াতে হবে। দলের ক্ষয়ীস্নু বেলায় আ’লীগ সেটা পারবে কি?
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন